১৯৪৭-এ দেশ বিভক্তির পর এ জনপদের কতিপয় বিদ্যাৎসাহী ব্যাক্তি ও শিক্ষানুরাগী ব্যাক্তির অক্লান্ত ও নিঃসার্থ পরিশ্রমের ফসল এ মহাবিদ্যালয়। যা ১৯৫৫ সালে শহরের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে এটি জাতীয়করণ করা হয় এবং তখন থেকে এই অঞ্চলের মানবসম্পদকে দক্ষ করে তোলার জন্য এটি কাজ করে চলেছে। এরই মধ্যে সুবর্ণ জয়ন্তী বা ৫০ বৎসর পার করে সুদৃঢ়ভাবে চালিয়ে যাচ্ছে তার শিক্ষা বিতরণ কার্যক্রম।
এই কলেজে সম্মান শিক্ষাদান বিভাগ, ডিগ্রি (পাস কোর্স) এবং এইচ.এস.সি শ্রেণিতে প্রায় দশ হাজার নিয়মিত শিক্ষার্থী শিক্ষালাভ করে থাকে।